দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

জনগণ আগের অবস্থায় ফিরে যেতে চায় না, পরিবর্তন চায়: ড. ইউনূস

মার্কিন সংবাদমাধ্যম এনপিআরকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস এসব কথা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় নিউইয়র্কে দেওয়া এই সাক্ষাৎকার সম্প্রতি প্রচার করেছে এনপিআর।

NATIONAL NEWSINTERNATIONAL NEWS

10/1/20241 min read

ঢাকা, ১ অক্টোবর ২০২৪ (দৈনিক একুশের বাণী): বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে নানা আলোচনা চলছে। কেউ বলছেন, দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত, আবার কেউ বলছেন, দেশের সামগ্রিক সংস্কার শেষ করার পর নির্বাচন হওয়া উচিত। তবে দেশের জনগণ আগের অবস্থায় ফিরে যেতে চায় না, তারা পরিবর্তন চায়এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মার্কিন সংবাদমাধ্যম এনপিআরকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস এসব কথা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় নিউইয়র্কে দেওয়া এই সাক্ষাৎকার সম্প্রতি প্রচার করেছে এনপিআর।

অন্তর্বর্তী সরকারের মেয়াদ সম্পর্কে প্রশ্ন করা হলে ড. ইউনূস বলেন, "কেউ কেউ বলছেন, যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করা উচিত, অন্যথায় সরকারের জনপ্রিয়তা কমে যেতে পারে। আবার কেউ কেউ বলছেন, সংস্কার না করে দেশে কোনো পরিবর্তন আনা সম্ভব নয়।"

ড. ইউনূস আরও বলেন, "আমরা আগের অবস্থায় ফিরে যেতে চাই না। দেশের জন্য এত ত্যাগ স্বীকারের পর পুরোনো ব্যবস্থায় ফিরে যাওয়ার কোনো মানে হয় না। আমরা নতুন এক বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে সত্যিকার অর্থে পরিবর্তন আসবে।"

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে জাতির সামনে বড় একটি সুযোগ এসেছে, যেখানে পুরো জাতি পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ হয়েছে।

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার বিষয়ে এক প্রশ্নের উত্তরে ড. ইউনূস বলেন, "বিপ্লবের সময় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ছিল, যার ফলে সংখ্যালঘু সম্প্রদায়সহ কিছু লোকজন আক্রমণের শিকার হয়েছে। তবে আমরা ক্ষমতায় আসার পর শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করেছি এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহমর্মিতা ও সহিষ্ণুতা বাড়ানোর ওপর জোর দিয়েছি।"

অপরদিকে, জনগণের মাঝে প্রতিশোধের মনোভাব থেকে সংস্কারের পথে নিয়ে আসা সম্ভব হবে কিনা, এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, "প্রতিশোধপরায়ণতার মনোভাব বেশিক্ষণ টেকেনি। এর পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বেশিরভাগ বিক্ষোভ এখন মজুরি বৃদ্ধি ও চাকরি পুনর্বহালের দাবিতে হচ্ছে, যা আগের সরকারের সময়কার অনাচারের প্রতিক্রিয়া। আমরা জনগণকে আশ্বস্ত করছি যে, এসব সমস্যার সমাধান সময়সাপেক্ষ এবং এটি দ্রুত করতে আমাদের কিছু সময় প্রয়োজন।"