দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

দিনাজপুর সীমান্তে অনুপ্রবেশের দায়ে বিএসএফ সদস্য আটক, পতাকা বৈঠকের প্রস্তুতি

দিনাজপুরের বিরল সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে এক বিএসএফ জওয়ানকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত বিএসএফ সদস্যের নাম উপল কুমার দাস। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিজিবির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

NATIONAL NEWS

9/24/20241 min read

ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৪ (দৈনিক একুশের বাণী): দিনাজপুরের বিরল সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে এক বিএসএফ জওয়ানকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত বিএসএফ সদস্যের নাম উপল কুমার দাস। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিজিবির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) এই সদস্য ভুলবশত সীমান্তের জিরো লাইন অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। দিনাজপুর বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. আরিফুল ইসলাম জানান, সকাল সাড়ে ১১টার দিকে গরু-ছাগল তাড়ানোর সময় ভুলবশত সীমান্ত অতিক্রম করেন তিনি। এরপর তাকে বিজিবি সদস্যরা আটক করেন।

বিষয়টি বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে। কর্নেল আরিফুল ইসলাম আরও বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত বিএসএফ সদস্যকে তার নিজ দেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার প্রস্তুতি চলছে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সীমান্ত আইন অনুযায়ী তাকে আটক করা হয়েছে, এবং আলোচনার ভিত্তিতে তাকে দ্রুত ফেরত দেয়া হবে।