গবাদি পশুর ফার্মসহ ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ১০ বিঘা ভূমি উদ্ধার করেছে ডিএনসিসি
NATIONAL NEWS
6/28/20241 min read


ঢাকা, ২৭ জুন, ২০২৪ (বাসস) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) জমিতে গড়ে ওঠা একটি গবাদি পশুর বাণিজ্যিক ফার্মসহ অবৈধ ৬০টি স্থাপনা উচ্ছেদ করে ১০ বিঘা ভূমি উদ্ধার করা হয়েছে।
আজ ডিএনসিসির মেয়র মোঃ আতিকুল ইসলামের নির্দেশে রাজধানীর মোহাম্মদপুরে সাত মসজিদ হাউজিং ও নবীনগর হাউজিং এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
নিজস্ব জমি, খাল ও রাস্তা দখল করে গড়ে তোলা ৬০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ১০ বিঘা নিজস্ব সম্পত্তি উদ্ধার করেছে ডিএনসিসি।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ ও ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান।
এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মাদ মাহে আলম উপস্থিত ছিলেন।
আগামী তিনদিন ব্যাপী এই উচ্ছেদ কার্যক্রম চলবে। ইতিমধ্যে, খালের যে অংশ ভরাট করা হয়েছিল সেটি খনন প্রক্রিয়া শুরু করেছে ডিএনসিসি। উচ্ছেদ করা স্থাপনা সমূহের মধ্যে রয়েছে দোকান-পাট, রেস্টুরেন্ট, কাঠের মিল, রাজনৈতিক দলের অফিস ও একটি গবাদি পশুর বাণিজ্যিক ফার্মের স্থাপনা।
উচ্ছেদ শেষে উন্মুক্ত নিলামে আটককৃত মালামাল ৬৭ হাজার ৫শ টাকায় বিক্রি করে ভ্রম্যমাণ আদালত।