দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

রাশিয়ায় ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামিতে প্লাবিত বন্দর নগরী, জাপানে সতর্কতা জারি

রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে আজ ভোরে ৮ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল প্রশান্ত মহাসাগরে, যার প্রভাবে রাশিয়া ও জাপানের উপকূলীয় এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

INTERNATIONAL NEWS

7/30/20251 min read

আন্তর্জাতিক ডেস্ক | দৈনিক একুশের বাণী | ৩০ জুলাই ২০২৫

রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে আজ ভোরে ৮ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল প্রশান্ত মহাসাগরে, যার প্রভাবে রাশিয়া ও জাপানের উপকূলীয় এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, তিন মিটার বা ১০ ফুট পর্যন্ত উচ্চতার জলোচ্ছ্বাস আছড়ে পড়তে পারে এমন আশঙ্কা রয়েছে।

রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা গেছে, সুনামির পানিতে সেভেরো-কুরিলস্ক বন্দর নগরী আংশিকভাবে প্লাবিত হয়েছে এবং সেখানে অন্তত দুই হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, উপকূলীয় ভবন ও রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভূমিকম্পে কয়েকজন আহত হলেও তারা গুরুতর নয়।

এদিকে জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপে প্রায় ৩০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ আঘাত হেনেছে। এনএইচকে টেলিভিশনে সরাসরি সম্প্রচারে দেখা যায়, মানুষজন দ্রুত নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে উঁচু এলাকায় ছুটছে।

২০১১ সালের বিধ্বংসী সুনামির ভয়াবহ স্মৃতি মাথায় রেখে ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রটির অপারেটর।

জাপানের আবহাওয়া সংস্থা প্রথমে এক মিটার উচ্চতার ঢেউয়ের পূর্বাভাস দিলেও পরে সেটি বাড়িয়ে তিন মিটার পর্যন্ত হতে পারে বলে জানায়। ঢেউয়ের প্রভাব টোকিও ও ওসাকা উপসাগরসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলজুড়ে বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাশিয়ান একাডেমি অব সায়েন্সেস-এর জিওফিজিক্যাল সার্ভিস জানিয়েছে, ১৯৫২ সালের পর কামচাটকা অঞ্চলে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) প্রথমে ভূমিকম্পটির মাত্রা ৮ বলে জানালেও পরে তা সংশোধন করে ৮ দশমিক ৭ করা হয়। ভূমিকম্পের পর আরও অন্তত ছয়টি আফটারশক অনুভূত হয়েছে, যার মধ্যে একটি ছিল ৬ দশমিক ৯ এবং অন্যটি ৬ দশমিক ৩ মাত্রার।

বিশেষজ্ঞরা পরবর্তী কয়েক ঘণ্টা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার আহ্বান জানিয়েছেন এবং উপকূলবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।