নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ সদস্যসহ নিহত ৫
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভয়াবহ বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় মোট পাঁচজন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও একজন।
INTERNATIONAL NEWS
7/29/20251 min read


নিউইয়র্ক, ২৯ জুলাই:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভয়াবহ বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় মোট পাঁচজন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও একজন।
নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম (৩৬) নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে (NYPD) কর্মরত ছিলেন। তাঁর আদি বাড়ি বাংলাদেশে, সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়। তিনি বিগত সাড়ে তিন বছর ধরে নিউইয়র্ক পুলিশে দায়িত্ব পালন করে আসছিলেন।
নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিস্ক এক সংবাদ সম্মেলনে বলেন, “দিদারুল ইসলাম একজন নায়কের মতো মৃত্যুবরণ করেছেন।” তিনি জানান, দিদারুলের দুটি শিশু সন্তান রয়েছে এবং তাঁর স্ত্রী বর্তমানে গর্ভবতী।
হামলাটি ঘটে নিউইয়র্কের ম্যানহাটনের একটি বহুতল আবাসিক ভবনে, যেখানে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং আরও একজন গুরুতর আহত হন। পরবর্তীতে হামলাকারী নিজেই আত্মহত্যা করেন।
পুলিশ হামলাকারীকে শনাক্ত করেছে শেন তামুরা নামে, যিনি লাস ভেগাসের বাসিন্দা ছিলেন। কমিশনার টিস্ক জানান, তামুরার মানসিক স্বাস্থ্য বিষয়ে পূর্বের নথিভুক্ত ইতিহাস রয়েছে, তবে ঠিক কী কারণে এই হামলা চালানো হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “এই বর্বরোচিত হামলা আমাদের শহরের নিরাপত্তার প্রতি আরেকটি জোরালো চ্যালেঞ্জ। আহত ব্যক্তির চিকিৎসা চলছে এবং তিনি এখনও আশঙ্কাজনক অবস্থায় আছেন।”
এই ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।