ঢাকা, ১৯ মার্চ ২০২৫ (দৈনিক একুশের বাণী): গাজা উপত্যকায় ইসরাইলের সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস এ হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।
ব্রাসেলস থেকে পাওয়া খবরে জানা যায়, মঙ্গলবার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার-এর সঙ্গে এক আলোচনায় কালাস স্পষ্টভাবে ইসরাইলের এ পদক্ষেপের সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, ‘আপনি কেন এটি করছেন?’ এবং জানান, বেসামরিক মানুষের প্রাণহানিকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
গত ১৯ জানুয়ারি হামাস ও ইসরাইলের মধ্যে স্বাক্ষরিত সাময়িক যুদ্ধবিরতির চুক্তির মেয়াদ শেষ হয় ১ মার্চ। এরপর নতুন করে চুক্তি না করেই ইসরাইল গাজায় বড় ধরনের হামলা চালায়। হামাস-নিয়ন্ত্রিত এলাকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এই হামলায় ৪০০ জনের বেশি মানুষ নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, এই অভিযান কেবল শুরু মাত্র। তিনি বলেন, ‘হামাসের সঙ্গে ভবিষ্যতে কোনো আলোচনা হবে না, হামলা চলতেই থাকবে।’
ইউরোপীয় ইউনিয়ন গাজার চলমান সংকট নিরসনে কূটনৈতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে। কাজা কালাস জানিয়েছেন, তিনি আগামী রোববার মিশরে গিয়ে 'আরব কুইন্ট' গোষ্ঠীর সঙ্গে বৈঠক করবেন। এ আলোচনায় মিশর, জর্ডান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত অংশ নেবে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হাতে ইসরাইলি নাগরিকরা জিম্মি হওয়ার পর থেকেই দু’পক্ষের মধ্যে সংঘাত চলছে। ইসরাইল তখন ঘোষণা দেয়, তারা জিম্মিদের মুক্তি না পাওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাবে।