যুক্তরাষ্ট্রে বিমান-হেলিকপ্টার সংঘর্ষে প্রাণহানি, উদ্ধার অভিযান অব্যাহত
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক বাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষে অন্তত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) রাতে রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে।
INTERNATIONAL NEWS
1/30/20251 min read


ঢাকা, ৩০ জানুয়ারি ২০২৫ (দৈনিক একুশের বাণী): যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক বাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষে অন্তত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) রাতে রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস এবং রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনার পর উড়োযান দুটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। ইতোমধ্যে নদী থেকে বেশ কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ, পুলিশ, এবং উদ্ধারকারী দল সমন্বিতভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।
যাত্রীবাহী বিমানটিতে ৬৪ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন, আর হেলিকপ্টারটিতে তিনজন সামরিক সদস্য ছিলেন বলে জানা গেছে। বিমানটি পিএসএ এয়ারলাইন্সের পরিচালিত একটি আঞ্চলিক ফ্লাইট ছিল, যা উইচিটা, ক্যানসাস থেকে রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরে যাচ্ছিল।
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ফ্লাইট-৫৩৪২ নামে পরিচিত আমেরিকান ঈগল ফ্লাইটটি রিগ্যান বিমানবন্দরে অবতরণের পথে ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পরপরই বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণ বন্ধ করে দেওয়া হয়।
টেক্সাসের সিনেটর টেড ক্রুজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনায় প্রাণহানির বিষয়টি উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন। তবে তিনি নির্দিষ্ট সংখ্যার তথ্য দেননি।
জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) এবং অন্যান্য সংস্থা দুর্ঘটনার কারণ নির্ধারণে তদন্ত শুরু করেছে। আমেরিকান এয়ারলাইন্স সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, তারা দুর্ঘটনার বিষয়ে অবগত এবং সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে উদ্ধার কাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।