চার দশক পর ইনডোরে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ৪০ বছর পর আবারও এক ব্যতিক্রমী শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন হতে যাচ্ছে। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আগামী সোমবার (২০ জানুয়ারি) শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এবার শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ইনডোরে। ১৯৮৫ সালে রোনাল্ড রিগ্যানের শপথ অনুষ্ঠানের পর এই প্রথম কোনো প্রেসিডেন্ট ইনডোরে শপথ নিতে যাচ্ছেন।
INTERNATIONAL NEWS
1/18/20251 min read


ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৫ (দৈনিক একুশের বাণী): মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ৪০ বছর পর আবারও এক ব্যতিক্রমী শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন হতে যাচ্ছে। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আগামী সোমবার (২০ জানুয়ারি) শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এবার শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ইনডোরে। ১৯৮৫ সালে রোনাল্ড রিগ্যানের শপথ অনুষ্ঠানের পর এই প্রথম কোনো প্রেসিডেন্ট ইনডোরে শপথ নিতে যাচ্ছেন।
মূলত, শীতল আবহাওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়াশিংটন ডিসিতে গত কয়েকদিন ধরে বিরূপ আবহাওয়া বিরাজ করছে। শপথের দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১১ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস। ঘণ্টায় ১০ থেকে ২০ মাইল বেগে প্রবল বাতাসের সম্ভাবনাও রয়েছে।
এই কঠিন পরিস্থিতিতে শপথ অনুষ্ঠানের নিরাপত্তা ও উপস্থিত সবার সুরক্ষা নিশ্চিত করতেই আয়োজন ইনডোরে স্থানান্তর করা হয়েছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি চান না কেউ এই শীতল আবহাওয়ায় কষ্ট পান বা আহত হন। বিশেষ করে আইনপ্রণেতা, ফার্স্ট রেসপন্ডার্স এবং হাজার হাজার সমর্থকদের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে যারা শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে চান, তাদের গরম পোশাক পরিধানের অনুরোধ করেছেন ট্রাম্প। ক্যাপিটল বিল্ডিং চত্বরে এই শপথ গ্রহণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে।
মার্কিন সংবিধান অনুযায়ী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করে থাকেন। সোমবারও ডোনাল্ড ট্রাম্পকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জন রবার্টস। এর আগে, ট্রাম্পের প্রথম দফার শপথ অনুষ্ঠানেও শপথ বাক্য পাঠ করিয়েছিলেন তিনি।
এই শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে একটি ঐতিহাসিক পুনরাবৃত্তির সাক্ষী হবে বিশ্ব।