দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

বিদায়ের আগে ইউক্রেনকে ৬ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন

ডেমোক্র্যাটরা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হেরে যাওয়ায়, আগামী জানুয়ারিতে বিদায় নিতে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তার স্থলাভিষিক্ত হবেন ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প। তবে হোয়াইট হাউস ত্যাগের আগে বাইডেন প্রশাসন ইউক্রেনকে আরও ৬ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স বৃহস্পতিবার (৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছে।

INTERNATIONAL NEWS

11/8/20241 min read

ঢাকা, ৮ নভেম্বর ২০২৪ (দৈনিক একুশের বাণী): ডেমোক্র্যাটরা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হেরে যাওয়ায়, আগামী জানুয়ারিতে বিদায় নিতে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তার স্থলাভিষিক্ত হবেন ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প। তবে হোয়াইট হাউস ত্যাগের আগে বাইডেন প্রশাসন ইউক্রেনকে আরও ৬ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স বৃহস্পতিবার (৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাইডেন আগামী জানুয়ারিতে ক্ষমতা হস্তান্তরের আগেই এই বিপুল পরিমাণ সহায়তা কিয়েভে পাঠানোর উদ্যোগ নিচ্ছেন। এর ফলে ট্রাম্পের শপথ গ্রহণের আগে ইউক্রেন আরও ৬ বিলিয়ন ডলারের নিরাপত্তা সহায়তা পাবে।

এদিকে, ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসায় ইউক্রেনের মধ্যে এক ধরনের উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে মার্কিন কংগ্রেসের দুই কক্ষসিনেট ও হাউস অব রিপ্রেজেনটেটিভসদুটিতেই রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় ইউক্রেনের জন্য ভবিষ্যতে মার্কিন সহায়তা নিয়ে শঙ্কা বেড়েছে।

পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং নিশ্চিত করেছেন যে, বাইডেন প্রশাসন ট্রাম্পের ২০ জানুয়ারির শপথগ্রহণের আগেই ইউক্রেনকে ৬ বিলিয়ন ডলারের সহায়তা কার্যকর করার পরিকল্পনা করেছে।

উল্লেখ্য, বাইডেন প্রশাসনের এই উদ্যোগ এমন সময়ে এলো যখন নতুন করে ক্ষমতায় আসা রিপাবলিকান নেতৃত্ব ইউক্রেনের প্রতি মার্কিন নীতি পরিবর্তন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনের জন্য এই সহায়তা ট্রাম্প প্রশাসনের আগমন ও নতুন রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা করার জন্য কিয়েভকে প্রস্তুত থাকতে সাহায্য করবে।