দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

“যুক্তরাষ্ট্রের নির্বাচন: নতুন ইতিহাস নাকি পুরনো অধ্যায়ের পুনরাবৃত্তি?”

বিশ্বজুড়ে নজর এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে, যা অনুষ্ঠিত হবে মঙ্গলবার, ৫ নভেম্বর। ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিয়ে বিশেষজ্ঞদের অনুমানও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে, কারও জন্যই নিরঙ্কুশ জয়ের নিশ্চয়তা মিলছে না।

INTERNATIONAL NEWS

11/5/20241 min read

ঢাকা, ৫ নভেম্বর ২০২৪ (দৈনিক একুশের বাণী): বিশ্বজুড়ে নজর এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে, যা অনুষ্ঠিত হবে মঙ্গলবার, ৫ নভেম্বর। ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিয়ে বিশেষজ্ঞদের অনুমানও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে, কারও জন্যই নিরঙ্কুশ জয়ের নিশ্চয়তা মিলছে না।

মূল প্রশ্ন উঠছে: কমালা হ্যারিস, যিনি প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস রচনা করতে পারেন, না কি ডোনাল্ড ট্রাম্প আবারও বিজয়ের হাসি হাসবেন? সম্ভাব্য ফলাফল নিয়ে জল্পনা-কল্পনা চললেও, ইলেক্টোরাল কলেজের গুরুত্বই এবার আলোচনার কেন্দ্রে।

২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিনটন জনমত জরিপে এগিয়ে থাকলেও ইলেক্টোরাল ভোটের কারণে ট্রাম্প বিজয়ী হন। সেই ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কায় এবারও রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮ জন ইলেক্টর থাকলেও, বিজয়ের জন্য প্রয়োজন ২৭০ ভোট। এ কারণে ইলেক্টোরাল কলেজের ভোট এবারও গুরুত্বপূর্ণ।

ভোটারদের অগ্রাধিকার বিবেচনা করলে, প্রায় ৪৫ শতাংশ অর্থনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। এছাড়া, ১৪ শতাংশ অভিবাসন এবং গণতন্ত্রের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন, গর্ভপাতের অধিকার এবং স্বাস্থ্যসেবা বিষয়টি গুরুত্ব পেয়েছে যথাক্রমে ৭ এবং ৬ শতাংশ ভোটারের কাছে।

বিশ্ববাসী এখন তাকিয়ে আছে এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের চূড়ান্ত ফলাফলের দিকেনতুন ইতিহাস নাকি পুরনো অধ্যায়ের পুনরাবৃত্তি, সেই উত্তর সময়ই দেবে।