দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

ইরানের পাল্টা হুঁশিয়ারি: আত্মরক্ষার অঙ্গীকার

ইসরায়েলের হামলায় চার সেনা নিহতের পর ইরান কড়া হুঁশিয়ারি দিয়েছে, তারা নিজেদের রক্ষায় পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। শনিবারের এই হামলার কারণে মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা আরো গভীর হয়েছে।

INTERNATIONAL NEWS

10/27/20241 min read

অনলাইন ডেস্ক, ২৭ অক্টোবর ২০২৪ (দৈনিক একুশের বাণী): সরায়েলের হামলায় চার সেনা নিহতের পর ইরান কড়া হুঁশিয়ারি দিয়েছে, তারা নিজেদের রক্ষায় পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। শনিবারের এই হামলার কারণে মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা আরো গভীর হয়েছে।

ইসরায়েল এ হামলার পর ইরানকে সতর্ক করে বলেছে, এর জন্য চড়া মূল্য দিতে হতে পারে। যুক্তরাষ্ট্র, জার্মানি এবং যুক্তরাজ্য তেহরানে সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আশা প্রকাশ করেছেন যে, এই হামলাই হয়তো শেষ হতে পারে। তিনি বলেছেন, ইসরায়েল কেবল সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

ইউরোপীয় ইউনিয়ন সর্বোচ্চ সংযম প্রদর্শনের মাধ্যমে উত্তেজনা কমানোর জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে আহ্বান জানিয়েছে। এদিকে ইরানের প্রতিবেশী দেশগুলোও ইসরায়েলের এ হামলার নিন্দা জানিয়েছে। বিশেষত রাশিয়া দুই পক্ষকে বিপর্যয় এড়াতে সংযম প্রদর্শনের পরামর্শ দিয়েছে।

ইরান জানিয়েছে, আত্মরক্ষা তাদের অধিকার ও দায়িত্ব। ইরানের মিত্র হিজবুল্লাহ ইতোমধ্যে ইসরায়েলের উত্তরাঞ্চলে পাঁচটি আবাসিক এলাকায় রকেট হামলা চালিয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল সীমান্ত পেরিয়ে মোট ৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ায় হিজবুল্লাহ ইসরায়েলের ১২টি স্থান থেকে লোকজন সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে এবং ইসরায়েলও বৈরুতের দক্ষিণাঞ্চলে সতর্কতা জারি করেছে।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানায়, আজ রোববার ভোরে ইসরায়েল বৈরুতের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে।