জাপানের পরমাণু নিরস্ত্রীকরণ আন্দোলন 'নিহন হিদানকায়ো' পেলো শান্তিতে নোবেল পুরস্কার
জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংগঠন 'নিহন হিদানকায়ো' এ বছরের শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছে। আজ, শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা), নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে এই ঘোষণা দেওয়া হয়।
INTERNATIONAL NEWS
10/11/20241 min read


ঢাকা, ১১ অক্টোবর ২০২৪ (দৈনিক একুশের বাণী): জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংগঠন 'নিহন হিদানকায়ো' এ বছরের শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছে। আজ, শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা), নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে এই ঘোষণা দেওয়া হয়।
নরওয়েজিয়ান নোবেল কমিটি এবছর শান্তি পুরস্কারের জন্য ২৮৬টি মনোনয়ন গ্রহণ করেছিল, যার মধ্যে ১৯৭ জন ব্যক্তি এবং ৮৯টি প্রতিষ্ঠান ছিল।
গত বছর ইরানের কারাবন্দী মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, নারীদের অধিকার আদায়ের লড়াইয়ে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ।