দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

করাচিতে সন্ত্রাসী হামলা: দুই চীনা নাগরিক নিহত

পাকিস্তানের করাচিতে একটি ভয়াবহ সন্ত্রাসী হামলায় দুই চীনা নাগরিক নিহত হয়েছেন। জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ঘটে যাওয়া এই হামলায় আরও ১০ জন আহত হয়েছেন, যাদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। চীনা দূতাবাস এই হামলাকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে চিহ্নিত করেছে।

INTERNATIONAL NEWS

10/7/20241 min read

ঢাকা, ৭ অক্টোবর ২০২৪ (দৈনিক একুশের বাণী): পাকিস্তানের করাচিতে একটি ভয়াবহ সন্ত্রাসী হামলায় দুই চীনা নাগরিক নিহত হয়েছেন। জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ঘটে যাওয়া এই হামলায় আরও ১০ জন আহত হয়েছেন, যাদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। চীনা দূতাবাস এই হামলাকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে চিহ্নিত করেছে।

চীনের সিন্ধু প্রদেশে বিদ্যুৎ প্রকল্পে কাজ করা প্রকৌশলীদের কাফেলাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করেছে। তারা এক বিবৃতিতে জানায়, চীনের উচ্চ পর্যায়ের প্রকৌশলী এবং বিনিয়োগকারীদের কাফেলাকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা করা হয়েছে।

পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে চীনের অর্থায়নকৃত প্রকল্পগুলো দীর্ঘদিন ধরে সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে। বেলুচিস্তান লিবারেশন আর্মি দাবি করছে, তাদের অঞ্চল থেকে আহরিত সম্পদে স্থানীয়দের প্রাপ্য অংশ নিশ্চিত করা হচ্ছে না, তাই তারা এই ধরনের হামলা চালিয়ে যাচ্ছে।

পাকিস্তানের চীনা দূতাবাস থেকে দেশটির প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া করাচিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, বিশেষ করে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের আগে।

উল্লেখ্য, এটি প্রথমবার নয় যে চীনা নাগরিকরা এই ধরনের হামলার শিকার হয়েছেন। ২০২২ সালের এপ্রিলে করাচি বিশ্ববিদ্যালয়ের কাছে আত্মঘাতী হামলায় তিন চীনা শিক্ষক প্রাণ হারান। এছাড়া ২০১৮ সালের নভেম্বরে করাচিতে চীনা কনস্যুলেটে হামলায় চারজন নিহত হন। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের আওতায় কাজ করা বহু চীনা নাগরিক বর্তমানে পাকিস্তানে কর্মরত রয়েছেন।