দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

ইসরাইলের বিমান হামলায় গাজার মসজিদে ১৮ জন নিহত

ইসরাইলের বিমান হামলায় গাজার একটি মসজিদে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। দেইর আল-বালাহ এলাকায় শুহাদা আল-আকসা মসজিদে এই হামলা চালানো হয়, যা বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে। মসজিদটি আল-আকসা মার্টিয়ার্স হাসপাতালের নিকটবর্তী, এবং এখানে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত বহু ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন।

INTERNATIONAL NEWS

10/6/20241 min read

ঢাকা, ৬ অক্টোবর ২০২৪ (দৈনিক একুশের বাণী): ইসরাইলের বিমান হামলায় গাজার একটি মসজিদে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। দেইর আল-বালাহ এলাকায় শুহাদা আল-আকসা মসজিদে এই হামলা চালানো হয়, যা বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে। মসজিদটি আল-আকসা মার্টিয়ার্স হাসপাতালের নিকটবর্তী, এবং এখানে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত বহু ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, মসজিদটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এই হামলাটি সংঘটিত হয় হামাস-ইসরাইল সংঘাতের প্রথম বার্ষিকীর একদিন আগে, যা তেল আবিবের সামরিক অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়।

ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হামাস যোদ্ধাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তাদের দাবি, শুহাদা আল-আকসা মসজিদকে হামাস তাদের কমান্ড পরিচালনার কাজে ব্যবহার করছিল।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে হামলা চালায়, যার পর থেকে ইসরাইল পাল্টা হামলা শুরু করে। এই হামলায় ফিলিস্তিনের বেসামরিক মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত ৪২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ২৩ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘের মতে, গাজার বিপুল সংখ্যক মানুষ এখনও খাদ্য সংকটের মধ্যে রয়েছেন, যার মধ্যে নারী ও শিশুরা সংখ্যাগরিষ্ঠ।