দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

ঘূর্ণিঝড় হেলেনের প্রভাব: কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা ব্যাহত

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা স্থবির হয়ে পড়েছে। দুর্যোগের কারণে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস গত রোববার নির্বাচনী সফর সংক্ষিপ্ত করে ওয়াশিংটনে ফিরে যান। ডোনাল্ড ট্রাম্পও সোমবার কোনো প্রচারণায় অংশ না নিয়ে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত জর্জিয়ার একটি শহর পরিদর্শন করেন।

INTERNATIONAL NEWS

10/2/20241 min read

ঢাকা, ২ অক্টোবর ২০২৪ (দৈনিক একুশের বাণী): যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা স্থবির হয়ে পড়েছে। দুর্যোগের কারণে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস গত রোববার নির্বাচনী সফর সংক্ষিপ্ত করে ওয়াশিংটনে ফিরে যান। ডোনাল্ড ট্রাম্পও সোমবার কোনো প্রচারণায় অংশ না নিয়ে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত জর্জিয়ার একটি শহর পরিদর্শন করেন।

ঘূর্ণিঝড় হেলেনের প্রভাবে উত্তর ক্যারোলাইনা, দক্ষিণ ক্যারোলাইনা, জর্জিয়া, ফ্লোরিডা, টেনেসি এবং ভার্জিনিয়ায় ১০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে লাখ লাখ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু সড়ক।

এক সরকারি কর্মকর্তার সূত্রে জানা গেছে, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দক্ষিণ-পূর্বাঞ্চলের ক্ষতিগ্রস্ত এলাকা সফরের পরিকল্পনা করছেন, তবে নির্দিষ্ট সময় ও স্থান এখনো নিশ্চিত করা হয়নি।

কমলা হ্যারিস লাস ভেগাসে তার নির্বাচনী সফর সংক্ষিপ্ত করে ওয়াশিংটনে ফিরে এসে জরুরি ব্যবস্থাপনা সংস্থা (FEMA)-তে এক সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে তিনি ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতিকে "মর্মান্তিক" আখ্যা দিয়ে বলেন, "আমরা ক্ষতি কাটিয়ে উঠতে এবং পুনর্গঠনের কাজে সর্বোচ্চ চেষ্টা করব।" কমলার প্রচারশিবির বুধবার ও শুক্রবার পেনসিলভানিয়া এবং মিশিগানে পূর্বনির্ধারিত প্রচারণা বাতিল করেছে।

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প গত সোমবার জর্জিয়ার ভালডোস্টা শহর পরিদর্শন করেন এবং দুর্যোগকবলিতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তিনি প্রিয়জন হারানো ও বাড়িঘর কিংবা ব্যবসা ধ্বংস হওয়া মানুষদের প্রতি সম্পূর্ণ সংহতি জানিয়ে দুর্যোগ মোকাবেলায় সহযোগিতা করা ব্যক্তিদের ধন্যবাদ জানান।

এদিকে, আজ মঙ্গলবার ডেমোক্রেটিক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজ এবং রিপাবলিকান প্রার্থী জেডি ভ্যান্সের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তিনি চলতি সপ্তাহের শেষের দিকে নর্থ ক্যারোলাইনা সফর করতে পারেন এবং সেখানকার পরিস্থিতি সরেজমিনে দেখার পরিকল্পনা করেছেন।