গাজায় শুরু হচ্ছে পোলিও টিকাদান, লক্ষ্য ৬ লাখ ৪০ হাজার শিশু
গাজায় শিশুদের জন্য পোলিও টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আওতায় গাজার প্রায় ৬ লাখ ৪০ হাজার শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
INTERNATIONAL NEWSHEALTH
9/1/20241 min read


ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৪ (দৈনিক একুশের বাণী): গাজায় শিশুদের জন্য পোলিও টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আওতায় গাজার প্রায় ৬ লাখ ৪০ হাজার শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
রোববার থেকে এই কর্মসূচির প্রথম দফা শুরু হবে, যা ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে লড়াইয়ের ভিত্তিতে এলাকাভিত্তিক বিরতির ওপর নির্ভর করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, পোলিও ভাইরাস প্রতিরোধের জন্য ১০ বছরের কম বয়সী শিশুদের অন্তত ৯০ শতাংশকে দ্রুত টিকার আওতায় আনতে হবে।
সম্প্রতি গাজায় ২৫ বছরের মধ্যে প্রথম পোলিও আক্রান্ত একটি শিশু শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, আরও শিশু এই ভাইরাসে আক্রান্ত হতে পারে এবং তা দ্রুত প্রতিরোধ না করা গেলে প্রাদুর্ভাব বিস্তৃত হতে পারে।
গাজার মধ্যাঞ্চলের একটি ক্যাম্পে বসবাসরত নিভিন নামে এক মা জানিয়েছেন, তার এক বছরের ছেলে আব্দুলরহমান পোলিও আক্রান্ত হয়েছে। তিনি বলেন, "আমি কখনও ভাবিনি এমন কিছু হবে। এখন সে হয়তো আর হামাগুড়ি দিতে বা হাঁটতে পারবে না।"
যুদ্ধের কারণে গাজার প্রায় ৯০ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হওয়ায় স্বাস্থ্যসেবা ব্যবস্থা মারাত্মক চাপে পড়েছে এবং অনেক শিশুর নিয়মিত টিকাদান ব্যাহত হয়েছে। জাতিসংঘের ইউনিসেফ সংস্থা ইসরায়েলের সঙ্গে সহযোগিতায় গাজায় ১৩ লাখ ডোজ পোলিও টিকা এনেছে এবং আরও চার লাখ ডোজ শিগগিরই আসবে।
ডব্লিউএইচও জানিয়েছে, টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির চুক্তি হয়েছে। প্রতিদিন সকাল ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত যুদ্ধ বন্ধ থাকবে, এবং টিকাদান ধাপে ধাপে গাজার বিভিন্ন অঞ্চলে দেওয়া হবে।