সিরিয়ায় বিমান প্রতিরক্ষা ঘাঁটিতে ইসরায়েলের হামলা
INTERNATIONAL NEWS
7/30/20241 min read


বৈরুত, লেবানন, ৩০ জুলাই, ২০২৪ (বাসস ডেস্ক): সিরিয়ার দক্ষিণাঞ্চলে দু’টি বিমান প্রতিরক্ষা ঘাঁটিতে ইসরায়েল গতরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা মঙ্গলবার একথা জানিয়েছে।
দখলকৃত গোলান মালভূমিতে মারাত্মক রকেট হামলার পর ইসরায়েলের উত্তর সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইসরায়েল এই হামলা চালালো।
ব্রিটেন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, দারা প্রদেশে গতরাতের হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম হামলার কোনো খবর দেয়নি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবারের হামলার প্রতি ‘কঠোর’ প্রতিক্রিয়া জানিয়েছেন। গোলানের দ্রুজ আরব শহরে হামলায় ১২জন নিহত হয়েছে। সোমবার মাজদাল শামস শহরে পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ‘ইসরায়েল রাষ্ট্র এটিকে ছাড় দেবে না এবং দিতে পারবে না। আমাদের প্রতিক্রিয়া আসবে এবং এটি গুরুতর হবে।’ পরিদর্শনকালে নেতানিয়াহু বিক্ষোভের মুখোমুখি হন।
ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হামলার জন্য লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহ আন্দোলনকে দায়ী করেছে।