নেপালে ১৯ আরোহীসহ বিমান বিধ্বস্ত
INTERNATIONAL NEWS
7/25/20241 min read


কাঠমান্ডু, ২৪ জুলাই, ২০২৪(বাসস ডেস্ক): নেপালের রাজধানী কাঠমান্ডুতে উড্ডয়নকালে ১৯ আরোহীসহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে।
দেশটির অন্যতম পর্যটন কেন্দ্র পোখারা যাওয়ার পথে বুধবার সকালে বিমানটি বিধ্বস্ত হয়।
বিমান বন্দরের কর্মকর্তা প্রেমনাথ ঠাকুরের উদ্ধৃতি দিয়ে ‘কাঠমান্ডু পোস্ট’ এই খবর জানিয়ে বলেছে, সৌর্য এয়ালাইন্সের বিমানটি আনুমানিক সকাল ১১টার দিকে বিধ্বস্ত হয়।
পুলিশ ও দমকল কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। বিমানটিতে এয়ার ক্রুসহ ১৯ আরোহী ছিল।
নিউজপোর্টাল খবরহাবে বলা হয়েছে, বিমানটিতে আগুন ধরে যাওয়ার পর প্রচুর পরিমাণে ধোঁয়া বের হতে দেখা গেছে।