দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

আহত ট্রাম্পের সাথে কথা বলেছেন বাইডেন

INTERNATIONAL NEWS

7/14/20241 min read

রিহোবোথ বিচ (যুক্তরাষ্ট্র), ১৪ জুলাই, ২০২৪ (বাসস ডেস্ক): মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গুলিতে আহত ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেছেন, “আজ সন্ধ্যায় প্রেসিডেন্ট বাইডেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন।”
হোয়াইট হাউসের এই কর্মকর্তা আরো বলেছেন, ঘটনার বিষয়ে রোববার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে প্রেসিডেন্ট বাইডেন হালনাগাদ তথ্য পাবেন।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প বাইডেনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী।
রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে পেনসিলভানিয়ায় এক নির্বাচনী প্রচারে হামলার শিকার হন।
হামলাকারীর গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে গেছে। ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে এই হামলা করা হয় বলে মনে হচ্ছে।
পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন।