‘আমি ঠিক আছি’: সমর্থকদের উদ্দেশ্যে বাইডেন
INTERNATIONAL NEWS
7/13/20241 min read


নর্থভিল (যুক্তরাষ্ট্র), ১৩ জুলাই, ২০২৪ (বাসস ডেস্ক): আগামী প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের চাপে থাকা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সমর্থকদের নানাভাবে আশ্বস্ত করার চেষ্টা করে যাচ্ছেন। শুক্রবার নির্বাচন প্রচারে ফিরে এসে তিনি যে ভালো আছেন এ কথাই তিনি সমর্থকদের বলেছেন।
মিশিগান রাজ্যের অন্যতম নির্বাচনী লড়াইক্ষেত্র নর্থভিলে এক নৈশভোজে সমর্থকদের বাইডেন(৮১) বলেছেন,“আমাদের কাজ শেষ করতে হবে। আর আমি তোমাদের কথা দিচ্ছি আমি ঠিক আছি।”
উল্লেখ্য, বিরোধী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে নির্বাচনী বিতর্কে ব্যর্থতার কারণে বাইডেনকে প্রার্থীতা প্রত্যাহারের জন্যে তার নিজ দল ডেমোক্রেট থেকেই নানাভাবে চাপ তৈরি হচ্ছে। তবে বাইডেন নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে না দাঁড়ানোর দৃঢ় অবস্থানে রয়েছেন।