দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে হামলায় ১৬ জন নিহত

INTERNATIONAL NEWS

7/7/20241 min read

গাজা উপত্যকা (ফিলিস্তিনী অঞ্চল), ৭ জুলাই, ২০২৪ (বাসস ডেস্ক): ফিলিস্তিনের গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরায়েলি হামলায় ১৬ জন নিহত হয়েছে। হামাস সরকার এ কথা জানিয়েছে। গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর হাজার হাজার বাস্তুচ্যুত লোক জাতিসংঘ পরিচালিত বিভিন্ন স্কুলে আশ্রয় নেয়।
ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, গাজার মধ্যাঞ্চলে নুসিরাতের আল জাওনি স্কুলে হামলা চালানো হয়েছে। কারণ এই স্কুল থেকে সন্ত্রাসী কর্মকান্ড চালানো হচ্ছিল।
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবারের এ হামলার তীব্র নিন্দা জানিয়ে একে জঘন্য হত্যাকান্ড হিসেবে বর্ণনা করে বলেছে, হামলায় ৫০ জন আহত হয়েছে। এর্দে হাসপাতালে নেয়া হয়েছে। হামলার সময়ে স্কুলটিতে আশ্রয় নেয়া সাত হাজার লোকের অবস্থান ছিল বলে হামাস সরকারের প্রেস অফিস জানিয়েছে।
প্রেস অফিস আরো জানিয়েছে, জাতিসংঘের ফিলিস্তিনী শরণার্থী সংস্থা পরিচালিত স্কুলটিতে হামলায় হতাহতদের অধিকাংশ নারী, শিশু ও বয়স্ক ব্যক্তি।
উল্লেখ্য, গাজায় গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৩৮ হাজার ৯৮ ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক।