দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

INTERNATIONAL NEWS

6/28/20241 min read

বৈরুত, ২৮ জুন, ২০২৪ (বাসস ডেস্ক): হিজবুল্লাহ বলেছে, লেবাননে ইসরায়েলি হামলায় তাদের চার যোদ্ধা নিহত হওয়ার প্রতিশোধ নিতে তারা বৃহস্পতিবার উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে ‘কয়েক ডজন’ রকেট নিক্ষেপ করেছে।
ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেড়েছে। উভয় পক্ষের মধ্যে হুমকি তীব্র হয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার ঘটনায় গাজা উপত্যকায় ইসরায়েলি নৃশংস অভিযান শুরু হওয়ার পর থেকে নিয়মিত আন্তঃসীমান্ত গোলা বিনিময় চলছে।
হামাসের মিত্র হিজবুল্লাহ বলেছে, শত্রুর আক্রমণের জবাবে তার যোদ্ধারা ‘নাবাতিয়েহ শহর এবং সোহমোর গ্রামে লক্ষ্য করে (ইসরায়েলর) উত্তরাঞ্চলীয় অঞ্চল কমান্ডের প্রধান বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটিতে কয়েক ডজন কাতিউশা রকেট নিক্ষেপ করেছে।’
ইসরায়েলি সামরিক বাহিনী একটি বিবৃতিতে বলেছে, ‘আনুমানিক ৩৫টি রকেট লেবানন থেকে ইসরায়েলে ঢুকেছে’। এয়ার ডিফেন্স ‘সফলভাবে বেশিরভাগ রকেট আটকে দিয়েছে। কোনো আহতের খবর পাওয়া যায়নি।’
এতে বলা হয়েছে, সোহমোর এলাকায় একটি বিমান হামলায় তিনজন এবং দেশটির দক্ষিণে দুই হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে।