ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল ডিপোতে আগুন
INTERNATIONAL NEWS
6/28/20241 min read


মস্কো, ২৮ জুন, ২০২৪ (বাসস ডেস্ক) : শুক্রবার ভোরে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি পেট্রোল ডিপোতে আঘাত হানলে সেখানে আগুন লেগে যায়। রাশিয়ান এক আঞ্চলিক গভর্ণর বলেছেন, সীমান্ত থেকে কয়েকশ’ মাইল দূরে ওই হামলা হয়েছে।
রাশিয়ার মধ্যাঞ্চলীয় তাম্বভে গভর্ণর ম্যাক্সিম ইয়েগোরভ বলেন, ভোর ৪টা ৩৫ মিনিটে (গ্রিনীচ মান সময় ১৩৫ টায়) এই হামলা হয়। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে তিনি বলেন, একটি আগুনের ভয়াবহতা তেমন গুরুতর ছিল না। এতে কেউ হতাহত হয়নি। খবর এএফপি’র।
এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা রাতের বেলায় ২৫টি ইউক্রেনীয় ড্রোনকে ‘প্রতিহত’ করেছে।