দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

বিশ্ব পোলিও দিবস ২০২৪: পোলিও নির্মূলে রোটারি ইন্টারন্যাশনালের অঙ্গীকার

২৪ অক্টোবর ২০২৪, বিশ্ব পোলিও দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হয়। এই বিশেষ দিনটি পোলিও রোগ নির্মূলের অগ্রযাত্রা এবং রোটারি ইন্টারন্যাশনালের অসাধারণ অবদানকে স্বীকৃতি দিতে উৎসর্গ করা হয়।

HEALTH

10/24/20241 min read

২৪ অক্টোবর ২০২৪, বিশ্ব পোলিও দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হচ্ছে। এই বিশেষ দিনটি পোলিও রোগ নির্মূলের অগ্রযাত্রা এবং রোটারি ইন্টারন্যাশনালের অসাধারণ অবদানকে স্বীকৃতি দিতে উৎসর্গ করা হয়।

পোলিও একটি সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের আক্রমণ করে, তাদের জীবনকে পঙ্গুত্বের দিকে ঠেলে দেয়। এই ভয়াবহ রোগটি একসময় বিশ্বের বহু দেশে শিশুদের জন্য মরণব্যাধি হিসেবে বিবেচিত হত। তবে পোলিও নির্মূলে রোটারি ইন্টারন্যাশনাল সহ বিশ্বের অন্যান্য সংগঠনের নিরলস প্রচেষ্টার ফলে আজ অনেক দেশ পোলিও মুক্ত হয়েছে।

রোটারি ইন্টারন্যাশনালের প্রত্যেক সক্রিয় সদস্য পোলিও নির্মূলে এই সংগঠনের প্রচেষ্টার সাথে গভীরভাবে জড়িত। পোলিও মুক্ত বিশ্ব গড়ার স্বপ্ন বাস্তবায়নে সারা বিশ্বের প্রত্যেক সক্রিয় রোটারিয়ান অঙ্গীকারবদ্ধ।

রোটারি ইন্টারন্যাশনালের পোলিও নির্মূল প্রচারাভিযান "End Polio Now" কর্মসূচি ১৯৮৫ সালে শুরু হয়। তখন থেকে এখন পর্যন্ত রোটারি বিশ্বজুড়ে ২.৫ বিলিয়নেরও বেশি শিশুদের পোলিও টিকা প্রদানের মাধ্যমে তাদের ভবিষ্যৎ রক্ষা করেছে। পোলিও নির্মূলে রোটারি ইন্টারন্যাশনাল এর সহযোগী হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফ (UNICEF), এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

তবে এখনও কিছু দেশ পোলিও মুক্ত হতে পারেনি। এসব দেশে পোলিও প্রতিরোধের জন্য আরও বেশি জনসচেতনতা এবং টিকাদান কার্যক্রম চালিয়ে যাওয়া প্রয়োজন। রোটারি ইন্টারন্যাশনাল এবং এর মতো সংগঠনগুলো তাদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে।

পোলিও নির্মূলের জন্য চলমান এই লড়াইয়ে সবাইকে একযোগে কাজ করার রোটারি ইন্টারন্যাশনাল আহ্বান জানায়। আমাদের সকলের সম্মেলিত প্রচেষ্টায় পোলিও মুক্ত বিশ্ব গড়ার এই মহতী প্রচেষ্টা সফল হতে পারে।

---
লেখকঃ
রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট ফরিদ উদ্দিন আহমেদ (মাল্টিপল পল হ্যারিস ফেলো - এমপিএইচএফ)
এ্যাডভাইজার এবং এক্সিকিউটিভ ডিরেক্টর, রোটারি ক্লাব অব ব্রাইট ওয়ার্ল্ড।
ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ সেক্রেটারি (২০২০-২১),রোটারি ইন্টারন্যাশনাল, ডি-৩২৮২, বাংলাদেশ।
সদস্য (২০২০-২১), রোটারি পোলিও প্লাস কমিটি অব বাংলাদেশ।
পরিচালক, জেনিথ ফার্মাসিউটিক্যালস লিঃ, বাংলাদেশ।