দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

আগামী বছর থেকে আয়কর রিটার্ন জমা অনলাইনে বাধ্যতামূলক

আগামী অর্থবছর থেকে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলকভাবে অনলাইনে করতে হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

BUSINESS & COMMERCE

2/24/20251 min read

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ (দৈনিক একুশের বাণী): আগামী অর্থবছর থেকে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলকভাবে অনলাইনে করতে হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

রোববার এনবিআরের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, চলতি অর্থবছরে পরীক্ষামূলকভাবে কিছু নির্দিষ্ট খাতের জন্য অনলাইন রিটার্ন চালু করা হয়েছিল। এতে ইতিবাচক সাড়া পাওয়ায় আগামী অর্থবছর থেকে সবার জন্য এটি বাধ্যতামূলক করা হবে। ব্যক্তিশ্রেণির পাশাপাশি করপোরেট আয়কর রিটার্নও অনলাইনে দাখিল করা যাবে।

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আরও বলেন, করদাতাদের হয়রানি কমাতে আয়কর নথির নিরীক্ষা ঝুঁকিভিত্তিক ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে সম্পন্ন করা হবে। এ কারণে অনলাইন রিটার্ন দাখিল ব্যবস্থা চালু করা জরুরি। তিনি জানান, ইতোমধ্যে কিছু সমস্যা চিহ্নিত করা হয়েছে এবং দ্রুতই এ বিষয়ে একটি সেমিনার আয়োজন করা হবে, যাতে আগামী ১ জুলাই থেকে পুরোপুরি বাধ্যতামূলক করা সম্ভব হয়।

এনবিআর সূত্র জানায়, এ বছর অনলাইনে রিটার্ন দাখিলের হার তিন গুণ বেড়েছে। নির্ধারিত সময়ে ১৪ লাখ ৩১ হাজার ৩৫৪ জন করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন, যা গত বছরের তুলনায় প্রায় তিন গুণ বেশি। তবে বেশিরভাগ রিটার্ন শূন্য হওয়ায় কর আদায়ের পরিমাণ তুলনামূলকভাবে কমেছে।

এ বছর নির্দিষ্ট কিছু পেশার জন্য অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছিল, যার মধ্যে রয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের সরকারি কর্মকর্তা, তফসিলি ব্যাংকের কর্মী, মোবাইল অপারেটর কোম্পানির কর্মকর্তা এবং ইউনিলিভার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ম্যারিকো, বার্জার পেইন্টস, বাটা ও নেসলের মতো বহুজাতিক কোম্পানির কর্মকর্তারা।

বর্তমানে দেশে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন)ধারীর সংখ্যা ১ কোটি ১১ লাখ হলেও প্রতিবছর গড়ে মাত্র ৪০ লাখ করদাতা রিটার্ন দাখিল করেন। এবারের আয়কর মৌসুমে ৩৯ লাখ ৭৩ হাজার ৭৫৭ জন রিটার্ন জমা দিয়েছেন, যা গত বছরের তুলনায় কম।

এনবিআর আশা করছে, বাধ্যতামূলক অনলাইন রিটার্ন দাখিলের ফলে করদাতার সংখ্যা বাড়বে এবং রাজস্ব আয় বাড়বে।