দৈনিক একুশের বাণী | THE DAILY EKUSHER BANI

এনবিআরের সদস্য পদ থেকে সরিয়ে দেওয়া হলো মতিউরকে

BUSINESS & COMMERCE

6/25/20241 min read

ঢাকা, ২৩ জুন, ২০২৪ (বাসস) : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মো. মতিউর রহমানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে।
আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের কর্মকর্তা মতিউর রহমানকে তার বর্তমান পদ থেকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। তবে কেন এই ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রজ্ঞাপনে তা উল্লেখ করা হয়নি।
বলা হয়েছে, ‘জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
ধারণা করা হচ্ছে, মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠার প্রেক্ষিতে তাকে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।